মায়ের বিরুদ্ধে আট মাসের সন্তানকে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
ফিডারের দুধে বিষ মিশিয়ে আট মাসের সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে।

গতকাল বুধবার রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আদনান লাবিব সাদ। মাকে আটক করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, গতকাল রাত ১১টার দিকে আদনানের বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়। এর জের ধরে মা আদনানের ফিডারের দুধে বিষ মিশিয়ে দেন। খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে যায়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। মাকে আটক করে।

এ ঘটনায় শিশুটির বাবা মো. হারুন অর রশিদ শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

শিশুটির লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শিশুটির মা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিবাদের জের ধরে দুধের সঙ্গে বিষ মিশিয়ে তিনি তাঁর সন্তানকে হত্যা করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই নারীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিতে।

পূর্ববর্তী নিবন্ধকরমুক্ত আয়ের সীমা আড়াই লাখ টাকাই থাকছে
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিরুপনে জাতিসংঘের সমন্বয়ে ওয়ার্কিং গ্রুপ