মায়ের পাশেই সমাহিত হবেন আইয়ুব বাচ্চু

বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। আজ সকালে সাড়ে ৮টার সময় মগবাজারের নিজ বাসায় তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর পর দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। সকাল ৯টার সময় তিনি মারা যান বলে চিকিৎসকরা জানান।

তাকে এক নজর দেখতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভিড় জমাচ্ছেন শিল্পী ও ভক্ত-অনুরাগীরা। ইতোমধ্যে তার জানাজা ও দাফন নিয়ে চলছে আলোচনা।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ জানান, আগামীকাল শুক্রবার বাদ জোহর রাজধানীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা নামাজ পড়া হবে। এছাড়া এফডিসি ও কেন্দ্রীয় শহীদ মিনারে পরবর্তী জানাজা নামাজ অনুষ্ঠিত হতে পারে।

এরপরে চট্টগ্রামে মায়ের কবরের পাশেই আইয়ুব বাচ্চুকে দাফন করা হবে। আইয়ুব বাচ্চুর এক ছেলে ও এক মেয়ে বর্তমানে দেশের বাইরে রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন
পরবর্তী নিবন্ধদুদকের মামলায় সাবেক ইউএনও’র ৮ বছরের কারাদণ্ড