মাহরাম ছাড়াই হজে যেতে পারবেন নারীরা: মোদি

পপুলার২৪নিউজ ডেস্ক: ভারতের ৪৫ বছরের বেশি বয়সী নারীরা পুরুষ অভিভাবক (মাহরাম) ছাড়াই হজে যেতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রায় এক হাজার ৩০০ নারীর এক আবেদনের পরিপ্রেক্ষিতে মোদি এ ঘোষণা দেন।

ভারতের কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, চারটি দলে পাঠানো হবে আবেদনকারী নারীদের।

রেডিওতে মাসিক ‘মান কি বাত’ অনুষ্ঠানে মোদি বলেন, প্রথমবার যখন শুনলাম পুরুষ অভিভাবক ছাড়া মুসলিম নারীরা হজযাত্রায় যেতে পারেন না, ভাবলাম- এটি কী করে হতে পারে? এ বৈষম্য কেন? খতিয়ে দেখলাম- স্বাধীনতার ৭০ বছর পরও আমরাই এ নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছি। অনেক ইসলামিক দেশেও এ নিয়ম নেই।

মোদি আরও বলেন, সাধারণত লটারির মাধ্যমে বাছাই করা হয় যাত্রীদের। সংখ্যালঘু মন্ত্রণালয়কে আমি সুনিশ্চিত করতে বলেছি, যে মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া যাওয়ার আবেদন করেছেন, তাদের যেন বিশেষ শ্রেণিতে ফেলে হজে যাওয়ার ছাড়পত্র দেয়া হয়।

তবে একাধিক মুসলিম সংগঠনের দাবি, সৌদি আরব এ সংক্রান্ত নিয়ম আগেই বদলেছে। মোদি এখন এটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে মাঠে নেমেছেন।

পূর্ববর্তী নিবন্ধবর্ষসেরা টি২০ একাদশে সাকিব মুস্তাফিজ
পরবর্তী নিবন্ধঢাকায় সমাবেশ, সারা দেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি