অন্যদিকে টিভি দর্শকদের কাছে সুমাইয়া শিমুর জনপ্রিয়তাও কম নয়। সমসাময়িক অনেকে অভিনয় থেকে দূরে সরলেও তিনি এখনও দাপট নিয়েই নাটকে অভিনয় করে যাচ্ছেন। এ দুই তারকা এবার আসন্ন ঈদকে কেন্দ্র করে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘অসামাজিক’।
রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। সামাজিক সচেতনতামূলক একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। নাটকের গল্পে মাহফুজ আহমেদের একটি প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শহরের মানুষকে সামাজিক করার চেষ্টা করে সে। কারণ মানুষ অসামাজিক বলেই নানা ধরনের সমস্যায় ভুগতে হয় তাদের। তাই গল্পে শহরের মানুষকে সামাজিক করার দায়িত্বটি কাঁধে নিয়ে এগোয় মাহফুজ। তার সঙ্গে কাজে নেমে পড়েন আবুল হায়াত।
নাটকটি প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘সামাজিক সচেতনতামূলক একটি গল্পের নাটক এটি। যাতে সমাজের মানুষের জন্য অনেক মেসেজ রয়েছে। পাশাপাশি দর্শকরা আনন্দও পাবেন।’
শিমু বলেন, ‘বিষয়ভিত্তিক গল্পের নাটক এটি। গোছানো গল্প। সমাজের মানুষকে বেশ কয়েকটি বিষয়ে এতে সচেতন করা হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ ঈদে নাটকটি চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় দেখানো হবে।
অন্যদিকে টিভি দর্শকদের কাছে সুমাইয়া শিমুর জনপ্রিয়তাও কম নয়। সমসাময়িক অনেকে অভিনয় থেকে দূরে সরলেও তিনি এখনও দাপট নিয়েই নাটকে অভিনয় করে যাচ্ছেন। এ দুই তারকা এবার আসন্ন ঈদকে কেন্দ্র করে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘অসামাজিক’।
রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। সামাজিক সচেতনতামূলক একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে নাটকটি। নাটকের গল্পে মাহফুজ আহমেদের একটি প্রতিষ্ঠান থাকে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে শহরের মানুষকে সামাজিক করার চেষ্টা করে সে। কারণ মানুষ অসামাজিক বলেই নানা ধরনের সমস্যায় ভুগতে হয় তাদের। তাই গল্পে শহরের মানুষকে সামাজিক করার দায়িত্বটি কাঁধে নিয়ে এগোয় মাহফুজ। তার সঙ্গে কাজে নেমে পড়েন আবুল হায়াত।
নাটকটি প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘সামাজিক সচেতনতামূলক একটি গল্পের নাটক এটি। যাতে সমাজের মানুষের জন্য অনেক মেসেজ রয়েছে। পাশাপাশি দর্শকরা আনন্দও পাবেন।’
শিমু বলেন, ‘বিষয়ভিত্তিক গল্পের নাটক এটি। গোছানো গল্প। সমাজের মানুষকে বেশ কয়েকটি বিষয়ে এতে সচেতন করা হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’ ঈদে নাটকটি চ্যানেল আইয়ের অনুষ্ঠানমালায় দেখানো হবে।