মাশরাফির ৪ উইকেট

স্পোর্টস ডেস্ক : বল হাতে ৪ উইকেট নিয়ে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে একাই ধসিয়ে দিয়েছেন পেসার মাশরাফি বিন মর্তুজা। ৮ ওভারে ১ মেডেনসহ ৩৮ রানে ৪ উইকেট পেয়েছেন ডানহাতি বোলার৷

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ১৯৮ রানে গুটিয়ে গেছে খেলাঘর। মাশরাফি বাদে বল হাতে আলো ছড়িয়েছেন আরেক পেসার চিরাগ জানি। ৫১ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি৷ এছাড়া নাঈম ইসলাম, নাবিল সামাদ ও আল আমিনের পকেটে গেছে একটি করে উইকেট।

নতুন বলে প্রথম পাওয়ার প্লেতে মাশরাফি বোল্ড করেন ব্যাটসম্যান হাসানুজ্জামানকে। ২২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৯ রান করা এ ব্যাটসম্যানকে ফিরিয়ে স্বস্তি ফেরান ডানহাতি পেসার। তার প্রথম স্পেলে বোলিং ফিগার ছিল ৬-০-২৮-১। ৪৬তম ওভারে বোলিংয়ে ফিরে শুরুটা ভালো হয়নি। সপ্তম ওভারে দেন ১০ রান। কিন্তু পরের ওভারে লেজের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে খেলাঘরকে ২০০ রানও করতে দেননি মাশরাফি।

এবারের লিগে এটাই তার সেরা বোলিং। এর আগে আবাহনীর বিপক্ষে ৬৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন রূপগঞ্জের এ পেসার। ৬ ম্যাচে সব মিলিয়ে ১২ উইকেট পেয়েছেন মাশরাফি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপিকে অবশ্যই নির্বাচনে আনতে হবে: ফরিদা ইয়াসমিন
পরবর্তী নিবন্ধতীব্র আন্দোলনের আশঙ্কায় ইশরাককে গ্রেপ্তার : রুহুল কবির রিজভী