মাশরাফি বিন মর্তুজা নড়াইলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্যের পরামর্শে নড়াইল সদর হাসপাতালে নতুন ৪ চিকিৎসককে পদায়ন করা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মশিউর রহমান বাবু।
তিনি বলেন, নতুন চিকিৎসকরা কর্মস্থলে যোগদান করলে চিকিৎসক সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
নতুন চিকিৎসকরা হলেন- জুনিয়র চক্ষু কনসালটেন্ট ডা. কাজী আনিসুর রহমান, জুনিয়র ইএনটি কনসালটেন্ট ডা. মো. নুর কুতুবুল আলম, জুনিয়র কনসালটেন্ট (গাইনি অ্যান্ড অবস) ডা. মৃদুলা কর এবং জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. এএইচ এম শাহিনুর রহমান।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখা করে চিকিৎসক সংকট নিরসনের জন্য অনুরোধ জানান। মাশরাফির আবেদনের প্রেক্ষিতে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় নড়াইল আধুনিক সদর হাসপাতালে শূন্যপদে চারজন কনসালটেন্ট চিকিৎসক পদায়ন করে।
এর আগে ব্যক্তিগত অর্থায়নে ডেঙ্গু রোগ শনাক্তকরণের ৬০০ এনএস-১ কিট নড়াইলে দিয়েছেন মাশরাফি।