নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মালিবাগ রেলগেট পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা বাসের গ্লাস ভেঙে বের হয়ে যান। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (২৭ মার্চ) দুপুরে যাত্রাবাড়ী-গাজীপুর রুটে চলাচলকারী তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও কেউ গুরুতর আহত হননি। স্থানীয়দের সহায়তায় সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ডিএমপির হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম জানান, ‘শনিবার দুপুরে তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’
এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।