মালামাল সরাতে ফের খুলেছে বিজিএমইএ ভবন

সাইদ রিপন: রাজধানীর বিজিএমইএ ভবন থেকে মালামাল সরিয়ে নিতে আবারও সুযোগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ফের ভবনটি খুলে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
খুলে দেয়ার পর ওই ভবনে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা মালামাল সরিয়ে নিচ্ছেন। এর আগে গত মঙ্গলবার (১৬ এপ্রিল) সিলগালা করে দেয় রাজউক।
হাতিরঝিল প্রকল্পের পরিচালক ও রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল ফেরদৌস বলেন, মঙ্গলবার বিজিএমইএ ভবন থেকে মালপত্র সরানোর পরও কিছু প্রতিষ্ঠানের মালপত্র রয়ে গেছে। সেগুলো সরিয়ে নেওয়ার সুযোগ দিতেই সকাল ৯ টায় বিজিএমইএ ভবনের তালা খুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো বিকেল ৫টা পর্যন্ত মালামাল সরিয়ে নিতে পারবে।
প্রসঙ্গত রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল বিজিএমইএ ভবন ভাঙার প্রাথমিক কাজ  মঙ্গলবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ভবনের গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন লাইনসহ সব ইউটিলিটি সার্ভিস সংযোগ বিচ্ছিন্নের মাধ্যমে এ কাজ শুরু করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি সরিয়ে নিতে সময় দিয়েছিলেন আদালত। নির্দিষ্ট সময় পার হওয়ার পর আদালতের নির্দেশনা বাস্তবায়নে নামছে রাজউক।
‘বিজিএমইএ ভবন’ অপসারণে আপিল বিভাগের দেয়া এক বছর সময় শেষ হয়েছে গত ১২ এপ্রিল। গত বছরের ২ এপ্রিল সর্বোচ্চ আদালত ভবনটি অপসারণে তৈরি পোশাক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএকে ১ বছর ১০ দিন সময় দেন।
পূর্ববর্তী নিবন্ধনায়িকা শ্রাবন্তীর তৃতীয় বিয়ে শুক্রবার
পরবর্তী নিবন্ধব্রুনাই সফরে ৭ সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন প্রধানমন্ত্রী