মার্চে রেমিট্যান্স এসেছে প্রায় ১৯২ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক:

চলতি বছরের মার্চ মাসেও প্রবাসীরা ১৯১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলারের (এক লাখ ৫৮ হাজার ১০৩ কোটি টাকা) রেমিট্যান্স পাঠিয়েছেন দেশে। রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকায় ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।

 

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে প্রবাসীরা ১৯১ কোটি ৬৬ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ হাজার ২৯১ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ০৩ লাখ ডলার বেশি।

২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করা হয়। বৈধ উপায়ে প্রবাসী আয় বাড়াতে এমন সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী, গতবছরের ১ জুলাই থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে প্রতি ১০০ টাকার বিপরীতে ২ টাকা প্রণোদনা পেয়ে আসছেন। ফলে করোনার মধ্যেও রেকর্ড গড়ছে রেমিট্যান্স।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধই-কমার্সে প্রতারণা বন্ধে কঠোর মনিটরিং করতে হবে: রাষ্ট্রপতি