মার্কেট খোলার প্রথম দিনে রাজধানীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

লকডাউনের পর মার্কেট খুলে দেয়ার প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বেলা ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত রাজধানীর আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার, পান্থপথ এলাকা ঘুরে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশায় পূর্ণ রাস্তা। আগারগাঁও থেকে বিজয়স্মরণী পর্যন্ত এসব যানবাহনের দীর্ঘ সারি। একদিকে ফার্মগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যানজট দেখা গেছে। অন্যদিকে এই যানজট ফার্মগেট থেকে কারওয়ান বাজার হয়ে পান্থপথ এলাকা পর্যন্ত ছুঁয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদকে সামনে রেখে সরকার আজ থেকে মার্কেট খুলে দিয়েছে। অন্যদিকে আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। ফলে রাস্তায় অন্যান্য দিনের তুলনায় যানবাহন বেড়েছে। তবে এখনও বাস চলাচলের অনুমতি না দেয়ায় সিএনজি, মোটরসাইকেল, প্রাইভেট কারে করে মার্কেট, কর্মস্থল ও প্রয়োজনীয় জায়গায় যাচ্ছেন।

সিএনজিচালক সুমন বলেন, ‘লকডাউনের মধ্যে এত যানজট ছিল না। আজকে মার্কেট খোলা তো, তাই যানজট বেশি।’

তিনি আরও বলেন, ‘আগারগাঁও থেকে শুরু করে প্রধানমন্ত্রী অফিস, ফার্মেগেট, কাওরান বাজার -এই পুরোটাই জ্যাম।’

পূর্ববর্তী নিবন্ধআরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধইরফান সেলিমের জামিন আপিলেও বহাল