মার্কিন সিক্রেট সার্ভিস পরিচালকের পদত্যাগের ঘোষণা

পপুলার২৪নিউজ ডেস্ক:
মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেস সার্ভিস পরিচালক যোসেফ ক্লানসি তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সিক্রেস সার্ভিস কর্মীদের সামনে ক্লানসি তার পদত্যাগের ঘোষণা দেন বলে একজন মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন।

আগামী ৪ মার্চ থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলে এক লিখিত ঘোষণায় ক্লানসি জানান।

সহকর্মীদের উদ্দেশে ক্লানসি বলেন, আপনাদের এবং আপনাদের পরিবারের সদস্যদের মহান ত্যাগের মাধ্যমে সিক্রেট সার্ভিসের সাফল্য অর্জিত হয়েছে। আমাদের মিশন বাস্তবায়নে আপনাদের ত্যাগের জন্য আমার আন্তরিক ও হৃদয় ছোঁয়া ধন্যবাদ গ্রহণ করুন। আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন। আশা রাখি যে সিক্রেট সার্ভিসে জন্য কিছু ভালো পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমি আপনাদের অনুপ্রেরণার প্রতিদান দিতে পেরেছি।

ক্লানসি ২৭ বছর ধরে মার্কিন সিক্রেট সার্ভিসে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের অক্টোবরে তিনি সংস্থাটির ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে আসেন। পরে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে তিনি স্থায়ী পরিচালক হিসেবে নিয়োগ পান।

পরিবারকে সময় দেয়ার জন্য পদত্যাগ করছেন বলে লিখিত ঘোষণায় জানান ক্লানসি।

সিক্রেট সার্ভিস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকে। প্রেসিডেন্ট ওবামার সময়ে কলম্বিয়ায় পতিতাদের ভাড়া করার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিল সংস্থাটির সদস্যরা।

সম্প্রতি নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা নিয়ে তার ব্যক্তিগত নিরাপত্তাদলের সঙ্গে সংস্থাটির বিরোধের কথা শোনা যায়। তবে ক্লানসি এই গুঞ্জনের কথা নাকচ করে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধজাহাঙ্গীরনগরের ২১ শিক্ষার্থীকে বহিষ্কার
পরবর্তী নিবন্ধবুড়িমারী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ