মার্কিন সমর্থন ছাড়া খাশোগিকে হত্যা অসম্ভব: রুহানি

পপুলার২৪নিউজ  ডেস্ক:

মার্কিন সমর্থন ছাড়া সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা অসম্ভব বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, আমি মনে করি- যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া এমন জঘন্য অপরাধ করতে কোনো দেশই দুঃসাহস দেখাবে না।

তিনি বলেন, আজকের দুনিয়ায় নতুন এ শতাব্দীতে এসে এ রকম একটি সুসংগঠিত হত্যাকাণ্ড আমরা দেখব আর একটি দেশ এ রকম একটি জঘন্য খুনের পরিকল্পনা করবে, সেটি কেউ-ই কল্পনা করতে পারবে না।

ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের ছত্রছায়া ছাড়া একটি দেশ এমন অপরাধ করার সাহস করবে বলে আমি মনে করি না।

নিজের বিয়ের কাগজপত্র আনতে গত ২ অক্টোবর ইস্তানম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট খাশোগি।

সৌদি গুপ্তচররা ওই কনস্যুলেটের ভেতরেই এ সৌদি সাংবাদিককে হত্যা করে বলে তুরস্কের তদন্তে বেরিয়ে এসেছে।

রুহানি তার বক্তব্যে তুরস্ক সরকারকে এ বর্বর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানান।

এ ছাড়া ইয়েমেনে বেসামরিক নাগরিকদের ওপর সৌদি জোটের হামলার পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে তিনি অভিযোগ করেন। সৌদি আরবের শাসনব্যবস্থারও কড়া সমালোচনা করেন রুহানি।

ইরান ও সৌদি আরব একে অপরের আঞ্চলিক প্রতিপক্ষ। সিরিয়া, ইয়েমেনের যুদ্ধে দুই দেশ বিপরীত দুপক্ষকে সমর্থন দিয়েছে। তা ছাড়া ইরাক ও লেবাননেও দেশ দুটি ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধরোববার নবীনগরে যাচ্ছেন এরশাদ
পরবর্তী নিবন্ধস্কুলছাত্র হৃদয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড