পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় সিরিয়ার রাকা শহরে অন্তত ৪২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৯টি শিশু ও ১২জন নারী রয়েছে।
মঙ্গলবার সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
মানবাধিকার সংস্থাটি জানায়, জঙ্গি গোষ্ঠী আইএস নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে সোমবার এ হামলার ঘটনা ঘটে।
আইএসের কাছ থেকে রাকা শহরের অর্ধেক দখল করে নিয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক বাহিনী।
শহরটির বাকি অংশের নিয়ন্ত্রণের জন্য এ বাহিনীর ব্যাপক বোমা বর্ষণের দ্বিতীয় দিনে ৪২ জন সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটলো।