পপুলার২৪নিউজ ডেস্ক:
আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে লক্ষ্য করে রকেট হামলা হয়েছে।
বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস এবং ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ কাবুলে অবতরণের আধা ঘণ্টা পর ছয়টি রকেট ও বেশ কয়েকটি রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়।
দ্য গার্ডিয়ান জানায়, জঙ্গিরা ম্যাটিসকে বহনকারী বিমান ভূপাতিত করার লক্ষ্যে গুলি চালালেও সফল হয়নি জঙ্গিরা।
কাবুল বিমানবন্দরের কাছেই মার্কিন দূতাবাস ক্যাম্প সুলিভানের দক্ষিণ অংশ রকেট চালিত গ্রেনেড আক্রান্ত হয়েছে। তবে হামলায় একটি অস্ত্রের গুদামে আগুন ধরে যায় এবং সেটা বিস্ফোরিত হয়।
এছাড়া বিমানবন্দরটির তিনটি সামরিক প্রবেশদ্বারেও আঘাত হানে জঙ্গিরা।
আফগান কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ৫ বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এছাড়া একটি বেসামরিক বিমানসহ দুটো মার্কিন ও একটি আফগান সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার দায় স্বীকার করে তালেবান বলেছে, জেমস ম্যাটিসকে লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। আইএসও এ হামলার দায় স্বীকার করেছে।
ফক্স নিউজ জানায়, ম্যাটিস বিমানবন্দরে পৌঁছানোর আধা ঘণ্টা পরই বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের কাছে ৪০-৪৫টি রকেট ও রকেটচালিত গ্রেনেড ছোড়া হয়।
ম্যাটিস ইতিমধ্যে হেলিকপ্টারে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে একটি বৈঠকের জন্য বিমানবন্দর ত্যাগ করেন।
সফরে ম্যাটিস মঙ্গলবার ভারতে কাটানোর পর বুধবার সকালে কাবুল পৌঁছান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান নিয়ে নতুন নীতি ঘোষণার পর এ প্রথম দেশটি সফর করছেন তার মন্ত্রিসভার কোনো সদস্য।