মার্কিন নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ। এরই মধ্যে বেশ কিছু রাজ্যে কে বিজয়ী হচ্ছেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিএনএনের পূর্বাভাস বলছে, এখন পর্যন্ত বেশ বড় ব্যবধানেই এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টি পেয়েছে ১৫৪টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে রয়েছে ৫৩টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ৫৩৮। একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ভোট।

প্রতিবেদনগুলো বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট শেষ হয় কেন্টাকিতে। এরপর ইন্ডিয়ানা রাজ্যের ভোট শেষ হয়। তারপর থেকেই ভোটবুথগুলো থেকে ফলাফল আসতে শুরু করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পাচ্ছেন বলে পূর্বাভাস দিয়েছে বিবিসি। ভারমন্টে জয় পাবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস- এ কথাও বলা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

এরকমভাবে বিভিন্ন অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশ পাচ্ছে। দোদুল্যমান সাত অঙ্গরাজ্যে ট্রাম্প বা হ্যারিক কে কত ভোট পাচ্ছেন, সেটির আগাম ধারণা পাওয়া যায় বুথফেরত জরিপ থেকে। গণমাধ্যমগুলো বলছে, ট্রাম্পই এগিয়ে। কিন্তু আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ এখনই সম্ভব না। কেননা, এই জরিপকে চূড়ান্ত ফলাফল বলে ধরে নেওয়া যাবে না।

এনবিসি বলছে, এক জরিপে দেখা গেছে- ৫১ শতাংশ ভোটার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ট্রাম্পের ওপরই আস্থা রাখছেন। যেখানে কমলা হ্যারিসকে সমর্থন করছেন ৪৭ শতাংশ ভোটার। এছাড়া ৭২ শতাংশ ভোটার বলেছেন, তারা দেশের অবস্থা নিয়ে ‘রাগ’ বা ‘অসন্তুষ্ট’। এটিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলার জন্য ‘খারাপ লক্ষণ’ হিসেবে দেখা হচ্ছে।

ভোটের এমন ফলাফল দেখে অনেকটাই আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ নভেম্বর) স্ত্রী মেলানিয়াকে ফ্লোরিডার পাম সৈকতের নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট দেন ট্রাম্প। পরে সাংবাদিকদের বলেন, আমি খুবই আত্মবিশ্বাসী। অসংখ্য রিপাবলিকান ভোট দিচ্ছেন। আমি শুনেছি আমরা খুবই ভালো করছি। এই নির্বাচনে কোনো হাড্ডাহাড্ডি লড়াই হবে না।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে দুর্বৃত্তের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত