মারা গেলেন পানামার স্বৈরশাসক নরিয়েগা

পপুলার২৪নিউজ ডেস্ক :

১৯৮৩ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত অল্প কয়েক বছরই পানামা শাসন করেন অ্যান্তনিও নরিয়েগা। তবে তার সময়টিই যেন স্বৈরশাসনের অন্যতম সময় হিসেবে চিহ্নিত রয়েছে। সেই স্বৈরশাসক ম্যানুয়েল অ্যান্তনিও নরিয়েগা সোমবার পানামা সিটি হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

জানা যায়, গত মার্চ মাস থেকে নরিয়েগা কোমায় ছিলেন। মস্তিষ্কের টিউমার অপসারণের জন্য বেশ কয়েকবার তার অস্ত্রোপচার করানো হয়।

তার শাসনামলকে মধ্য আমেরিকার দেশটিতে ব্যাপক পরিমাণে দুর্নীতি ও সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, নরিয়েগা মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন। এর বিনিময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন সরকারকে গোপনীয় তথ্য সরবরাহ করেন।

অবশ্য মার্কিন সামরিক অভিযানে ১৯৮৯ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর নরিয়েগা পরের বছর জানুয়ারিতে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০০৭ সালে নরিয়েগাকে ফ্রান্সে পাঠানো হয়, অর্থ পাচারের অভিযোগে সেখানেও তাকে কারাভোগ করতে হয়। ২০১১ সালে তিনি পানামায় ফিরে আসেন। এতে তার শাসনামলে ঘটা গুম ও হত্যকাণ্ডের অপরাধে পানামাতেও তার কারাভোগ শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধরাত ১০টার পর মাইক বাজানো যাবে না: মমতা
পরবর্তী নিবন্ধজিতের চেয়ে এগিয়ে শাকিব