মামুনুলের ২৪ দিনের রিমান্ড শুনানি ৯ মে

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে জিজ্ঞাসাবাদে ২৪ দিনের রিমান্ড আবেদন করেছে থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২ মে) তিন মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। এ বিষয়ে শুনানির জন্য আগামী ৯ মে দিন ধার্য করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহাম্মেদ হুমায়ন কবির এ দিন ধার্য করেন।

এর আগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ঝর্ণার মামলায় থানা পুলিশ ১০ দিনের, রয়েল রিসোর্ট কান্ডে ডিবি সাতদিনের এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুর মামলায় সাতদিনের রিমান্ড আবেদন করে ডিবি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামুনুল হককে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের তদন্তে থাকা ঝর্ণার মামলায় ১০ দিন, ডিবির তদন্তে থাকা রিসোর্ট কাণ্ডের মামলা ও আওয়ামী লীগের অফিসে হামলা মামলায় পৃথকভাবে সাতদিন করে ১৪ দিন সবমিলে মোট ২৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহারে বিজেপি, মোদি-অমিতে অসন্তোষ
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ