বাল্মিকী সম্প্রদায়কে অপমান করার অভিযোগ উঠেছিল শিল্পা শেঠির বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়েরও হয়েছিল।
সে বিষয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী। তাঁর কথায়, তিনি কারোর ভাবাবেগে আঘাত করতে চাননি।কয়েকদিন আগে এক অনুষ্ঠানে শিল্পা ভাঙ্গি শব্দটি ব্যবহার করেন। ভাঙ্গি রাজস্থানের এক দলিত সম্প্রদায়কে বলা হয়ে থাকে। বলেছিলেন, যখন বাড়িতে থাকেন, তখন তাঁকে ভাঙ্গিদের মতো দেখায়। এরপরই তফসিলি ও উপজাতি আইনে অভিযোগ দায়ের করা হয়েছিল শিল্পার বিরুদ্ধে। এরপরই টুইট করে ক্ষমা চান তিনি। লেখেন, আমার সাক্ষাৎকারের কিছু শব্দকে ভুল ব্যাখ্যা করা হয়েছে। কারোর ভাবাবেগে আঘাত করে কিছু বলিনি।
এরপরই তিনি বলেন, যদি কারোর ভাবাবেগে আঘাত করে থাকি। তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ধর্ম ও জাতির মধ্যে বৈচিত্র্যর সূত্রে গাঁথা এমন একটি দেশের অংশ হওয়ায় আমি গর্ববোধ করি।
এই ঘটনায় সালমানের বিরুদ্ধেও মামলা রুজু করা হয়েছিল। যার জেরে তাঁর ছবি টাইগার জিন্দা হ্যায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। তবে সালমান এখনো এ বিষয় কিছু বলেননি।