মানুষের ক্ষোভ থেকেই বিএনপির ভরাডুবি : তোফায়েল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ৩০ ডিসেম্বরের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। ৭৫-এর ১৫ আগস্টের পর স্বাধীনতা বিরোধীরা দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছেন। হ্যাঁ-না ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। উন্নয়ন আটকিয়ে রেখে ছিল এটা মানুষ গ্রহণ করেনি। মানুষের মধ্যে অনেক ক্ষোভ ছিল।

তিনি আরও বলেন, ২০০৮ সালে মানুষ সে ক্ষোভের কিছুটা প্রকাশ করেছিল। যার কারণে গত ৩০ ডিসেম্বর দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করে ঐক্যগতভাবে নৌকায় ভোট দিয়েছেন। তাই বিএনপির ভরাডুবি হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন।

তোফায়েল বলেন, এবার আবার স্বাধীনতা বিরোধীদের ধানের শীষ দেয়া হয়েছিল। ড. কামাল নীতি আদর্শ বিসর্জন দিয়ে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। বিএনপির যেসব নেতাদের মনোনয়ন দেয়া হয়েছিল তারা কোনো দিনই ওই এলাকায় যাননি।

‘যার সাবেক এমপি ছিল তারাও বিগত দশ বছরে নিজের এলাকায় যাননি। টাকার বিনিময়ে টেন্ডারের মত সর্বোচ্চ রেটে মনোনয়ন দেয়া হয়েছিল। এটা দেশের মানুষ গ্রহণ করেনি। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। আগামী ৫ বছর বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে।’

পূর্ববর্তী নিবন্ধবিগ বস চ্যাম্পিয়ন দীপিকা
পরবর্তী নিবন্ধ‘১৯ এ ২০’: নতুন মাইলফলক অর্জনের টার্গেট ওয়ালটনের