মানি লন্ডারিং রোধে একসাথে কাজ করবে সোনালী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংক এর ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট এর মধ্যে এক মতবিনিময় সভা সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় । সভায় মানি লন্ডারিং,আর্থিক সন্ত্রাস রোধে ব্যাংকের করনীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সোনালী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধানসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট এর অপারেশনাল হেড, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ জাকির হোসেন চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

 

পূর্ববর্তী নিবন্ধমেলায় ওয়ালটনের তিন শতাধিক মডেলের হোম অ্যাপ্লায়েন্স
পরবর্তী নিবন্ধডিএসইতে মুজিব বর্ষের ক্ষণগণনার: উদ্বোধন