মানিকছড়িতে অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফয়ের চাউল বিতরন

আলমীর হোসেন, খাগড়াছড়ি:
পবিত্র রমজান মাসে ঈন উল ফিতর উপলক্ষে দু:স্থ অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ খাদ্য শস্য বিতরন। মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের ৩১৩৪ অতিদরিদ্র পরিবারের মাঝে ১৫কেজি করে চাউল বিতরন করেন।
আজ(২৮মে সকাল ১০টায়) মানিকছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে মানিকছড়ি, তিনটহরী, বাটনাতলী,যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য বিতরন করা হয়। বিতরন কালে ৪টি ইউনিয় চেয়ারম্যান ও মেম্বার অতিদরিদ্র পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন কমকর্তা কামাল উদ্দিন জানান উপজেলায় মোট ৩১৪৩৪ কাডধারীর মাঝে ৪০.০১০ মেট্টিকটন বিতন করা হয়।
তিনটহরী ইউনিয়ন ভিজিএফ খাদ্যশস্য বিতরন উদ্বধন করেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান ডলিরানীচৌথুরী, ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম,মেম্বার জাহাঙ্গীর আলম, মোশারফ হোসেন, ক্যিউজাই মারমা, সচিব সুমন,।

পূর্ববর্তী নিবন্ধটসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে বিআরটিএ’র দালাল চক্রের এক সদস্য আটক