মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপন উল্লাহ, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান বাবু ও ইসমাইল হোসেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণের জানা যায়, ২০১৩ সালের ২৩ জুলাই রাতে বাড়ি থেকে ঘিওর বাজারে যাওয়ার পথে ক্ষুদ্র ব্যবসায়ী আলীমের কাছে আসামিরা নেশার জন্য টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে আলীমের গলায় রশি পেঁচিয়ে হত্যা করে ১০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে ব্রিজের সঙ্গে আলীমের লাশ ঝুলিয়ে রাখে তারা।
পরদিন সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
এ ঘটনায় চারজনকে আসামি করে আলীমের বোন শাহনাজ বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ চার আসামির বিরুদ্ধেই আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আজিজুল্লাহ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রৌশন আলী।