মানিকগঞ্জে আব্দুর রাজ্জাক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুরে মাঝি আব্দুর রাজ্জাক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত  তিন আসামির উপস্থিতিতে আদালত এ রায় প্রদান করেন।

আসামিরা হলেন- মনিরুল ইসলাম(রুবেল), রাশেদ মোল্লা ও কার্তিক  হাওলাদার।

এদিকে দ্বণ্ডপ্রাপ্তদের মধ্যে আসামি মনিরুল ইসলাম (রুবেল মোল্লা) ও কার্তিক হাওলাদারকে পেনাল কোডের ২০১/৩৪ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ হাজার টাকা ও অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অপর দিকে আসামি কার্তিক হাওলাদারকে পেনাল কোডের ৩৮৫ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের কৌশলী ছিলেন আব্দুস সালাম। অন্যাদিকে আসামি পক্ষের কৌশলী ছিলেন শ্রিপা রানী সাহা।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ অক্টোবর মাঝি আব্দুর রাজ্জাককে তার ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ওই দ্বণ্ডপ্রাপ্ত তিন আসামি। এক পর্যায়ে আসামিরা ওই মাঝিকে ভাড়া করে পদ্মায় ঘুরতে বের হয়। পরে ওই তিন আসামি মাঝিকে খুন করে নৌকা নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে হরিরামপুর থানায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পূর্ববর্তী নিবন্ধসিলেটে ছাত্রলীগ কর্মী খুনে মামলা, গ্রেফতার ৪
পরবর্তী নিবন্ধমধুচন্দ্রিমায় গিয়ে অপহরণ ও ধর্ষণে জড়ালেন দম্পতি!