মানবতাবিরোধী অপরাধ: বিএনপির সাবেক এমপি মোমিনের রায় যে কোনো দিন

নিজস্ব প্রতিবেদক:

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) বগুড়ার আবদুল মোমিন তালুকদারের বিরুদ্ধে যে কোনো দিন রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল মোমিনের বিরুদ্ধে ২০১১ সালে আদমদীঘির কায়েতপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা সুবিদ আলী আদালতে ১৯৭১ সালে হত্যা, লুট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেন।

আদালত মামলাটি এজাহার হিসেবে রেকর্ডভুক্ত করতে আদমদীঘি থানার ওসি নির্দেশ দেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।

পূর্ববর্তী নিবন্ধফের জলদস্যুতা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব এডিজি
পরবর্তী নিবন্ধবৈধ অস্ত্রের দোকানের আড়ালে অবৈধ অস্ত্র বিক্রি