হায়দার হোসেন,পপুলার২৪নিউজ:
মাদক দমন, সন্ত্রাস নির্মুল এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণে বিশেষ অবদান রাখার জন্য মাদার তেরেসা স্বর্ণ পদক পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান। ২৪ অক্টোবর মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে সীমান্ত কালচার ফাউন্ডেশন এ স্বর্ণ পদক প্রদান করেন। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসি আজিজুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় জাতীয় সংসদের নারী সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য এ্যাড হোসনেয়ারা বাবলি এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুনসহ সীমান্ত কালচার ফাউন্ডেশন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের স্বনামধন্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান সীমান্ত কালচার ফাউন্ডেশন আহবায়ক জাহিদ হাসান চঞ্চল এর পরিকল্পনা ও উপস্থাপনায় সমন্বয়কারি ছিলেন মুকুল শরীফ প্রধান সমন্বয়ক ছিলেন আনায়ার হোসেন অপু। সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও মোনিগঞ্জ পৌর মেয়র রমজান আলী। পদক প্রাপ্তির পরে ওসি আজিজুর রহমান এক প্রতিক্রিয়ায় জানান পদক প্রাপ্তির জন্য কাজ করিনি, তবে এই প্রাপ্তি আমাকে আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমি যেন সারা জীবন মাদক দমন, সন্ত্রাস নির্মুল এবং অপরাধ দমনে অবিচল থেকে কাজ করে যতে পারি। পদক প্রদান শেষে রেডিও, টিভির শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনষ্ঠান সকলকে প্রাণবন্ত করে।