মাদারীপুরের রাজৈর থানার ওসি প্রত্যাহার

পপুলার২৪নিউজ ডেস্ক: মাদারীপুরের রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার শওকত জাহানকে জেলার পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হান্নান।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে এই আদেশ জারি করে মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। পরে বিকালে এই চিঠি পৌঁছে দেয়া হয় থানা কার্যালয়ে। তবে, সেখানে নতুন কাউকে অফিসার ইনচার্জ হিসেবে এখনো দেয়া হয়নি। ওসি খোন্দকার শওকত জাহানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

কি কারণে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে; এর কারণ জানতে চাইলে তিনি জানান, এটা পুলিশের নিয়মিত বিষয়।

ওসি আরও জানান, খোন্দকার শওকত জাহানের বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ, নির্দোষ মানুষকে বিনাকারণে আটকে রেখে মারধরের অভিযোগ ওঠে। এরই প্রতিবাদে সম্প্রতি বিক্ষোভ ও মানববন্ধন করেছিলেন রাজৈরবাসী।

পূর্ববর্তী নিবন্ধকরোনা হাসপাতালেই আয়োজন করে বিয়ে করলেন ২ চিকিৎসক
পরবর্তী নিবন্ধব্রাজিলের প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত