মাদক মামলায় অভিনেত্রী একার জামিন

নিজস্ব প্রতিবেদক:

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী একাকে মাদক মামলায় জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের ভার্চ্যুয়াল আদালত রিমান্ডের এই আদেশ দেন।

গত ৩১ জুলাই দিনগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগ এবং মাদক রাখার দায়ে একার নামে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।

গত ১ আগস্ট রিমান্ড দুই মামলায় রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।

ঘটনার বিবরণে জানা যায়, হাজেরা নামে এক নারী একার বাসায় কাজ করতেন।

একা ওই নারীকে বাড়তি কাজ করতে বললে তিনি রাজি হননি। এর ফলে ৩০ জুলাই ওই গৃহকর্মীকে বাসা থেকে বের করে দেন একা। একপর্যায়ে আর ওই বাসায় কাজ করবেন না মনস্থির করেই পরদিন ৩১ জুলাই বেতন চাইতে যান গৃহকর্মী হাজেরা। এতেই একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করেন নায়িকা একা।

মারধরে গৃহকর্মীর চিৎকারে আশ-পাশের বাসিন্দারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে একা বাসার ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। এরপর একাকে আটকসহ তার বাসা থেকে মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপরীমনি ফের ২ দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধপ্রযোজক রাজ ও তার সহযোগী ফের ৬ দিনের রিমান্ডে