মাদক থেকে দেশকে উদ্ধার করব: প্রধানমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকের বিরুদ্ধে অভিযান কিন্তু শুরু হয়ে গেছে।” জঙ্গি দমনের পর এবার দেশ থেকে মাদক নির্মূলে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার গণভবনে পূর্ব নিধাররিত সময়ানুযায়ী খুলনার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শুভেচ্ছা জানাতে এলে এসব কথা বলেন শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন ‘আমরা যেমন জঙ্গিবাদকে দমন করেছি। আমরা অঙ্গীকার করেছি, এই মাদক থেকে দেশকে উদ্ধার করব।

প্রধানমন্ত্রী বলেন, মাদকের প্রভাব তরুণদের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পড়ছে।

সম্প্রতি বাস মালিকদের সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, চালকরা আসক্ত হওয়ার সড়কে দুর্ঘটনাও বেড়ে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, “আমাদের ছেলেমেয়ে লেখাপড়া শিখবে, সুন্দর জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে। তারা কেনো বিপথে গিয়ে নিজের জীবন ও পরিবারকে ধ্বংস করবে?’

তিনি বলেন, ‘আমরা সমস্ত আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং র‌্যাবকে আমরা বিশেষ দায়িত্ব দিয়েছি। যেখানেই মাদক, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

প্রধানমন্ত্রী তালুকদার খালেকের জয়ের প্রসঙ্গ টেনে বলেন, ‘আগের নির্বাচনে (২০১৩ সালে) তালুকদার খালেক ৬০ হাজার ভোটে পরাজিত হন। এবার তা কাভার করে আরও বেশি ভোটে জিতেছেন। এই ভোটটা পেয়েছি, আমরা যে উন্নয়ন করেছি সেজন্যই। খুলনাবাসী উপলব্ধি করতে পেরেছে আওয়ামী লীগ এলে উন্নতি হয়।’

পূর্ববর্তী নিবন্ধসংসদের ৩৩২ কোটি টাকার বাজেট অনুমোদন
পরবর্তী নিবন্ধসৌদি থেকে ফিরলেন নির্যাতিত ২১ নারী শ্রমিক