পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
রাষ্ট্রপতি আবদুল হামিদ নতুন প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে সর্বস্তরের জনগণ বিশেষ করে জনপ্রতিনিধিদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার রাতে জেলার ইটনা উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিশিষ্ট ব্যাক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, ‘যুবসমাজ দেশের ভবিষ্যৎ… কিন্তু বর্তমানে মাদকাসক্তের কারণে তারা ধ্বংসের দিকে যাচ্ছে। ’ একই সঙ্গে তিনি জনগণের কল্যাণে স্থানীয়ভাবে প্রকল্প নির্বাচনের জন্য স্থানীয় সরকারের সকল প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
রাজনৈতিক নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাজনীতিতে জনগণের আস্থা খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে বিচ্ছিন্নতা নেতৃত্বকে ধ্বংস করে দেয়। ’
আবদুল হামিদ বলেন, রাজনৈতিক নেতাদের আচরণ খুব ভালো হতে হবে, যাতে সাধারণ জনগণ তাদের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে পারে।
রাষ্ট্রপতি বৈঠকে ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করেন এবং হাওর অঞ্চলের উন্নয়ন কর্যক্রম অব্যাহত থাকবে বলে স্থানীয় জনগণকে নিশ্চয়তা দেন।