২৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা পৌঁছেছেন।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটি-একনেকের সভা শেষে হেলিকপ্টারযোগে দুপুরে মাগুরা পৌঁছান তিনি।
বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মামুন-অর-রশীদ জানান, ২৫০ শয্যাবিশিষ্ট মাগুরা হাসপাতাল, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামসহ প্রায় ৩১০ কোটি টাকার ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৯টি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরা স্টেডিয়ামে প্রস্তুতকৃত ফলক উন্মোচনের মাধ্যমে ১৫০ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া ১৯টি প্রকল্পের উদ্বোধন করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা ও সরাসরি দেখার জন্য মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, সাতক্ষীরাসহ খুলনা বিভাগের গ্রাম-গঞ্জের হাজার হাজার মানুষের স্রোত মাগুরা শহরে যেন আছড়ে পড়েছে।
আর হাজার হাজার নারী-পুরুষের স্রোত গিয়ে মিশেছে মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে।
সকাল থেকে বাস, ট্রাক, মিনিবাস, ইজিবাইক, অটো, মোটরসাইকেল ইত্যাদি যানবাহনে মানুষ ছুঁটে আসছে জনসভায়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে রয়েছে হাজারো নারী, পুরুষ শিশুসহ সব বয়সী মানুষ।