পপুলার২৪নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত। ম্যাককেইনের কার্যালয় বলছে, তাঁর চিকিৎসা চলছে।
বিবিসির খবরে জানা যায়, চিকিৎসকেরা বলছেন, ম্যাককেইনকে কেমোথেরাপি এবং রেডিয়েশন দেওয়া হচ্ছে। ধীরে ধীরে বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
গত সপ্তাহে ম্যাককেইনের বাম চোখে জমে যাওয়া রক্ত অপসারণ করতে গিয়ে টিউমার ধরা পড়ে। পরে সেটি ক্যানসারের দিকে যাচ্ছে বলে শনাক্ত করা হয়।
গত শুক্রবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফোয়েনিক্সে বেসরকারি একটি হাসপাতালে ম্যাককেইনের অস্ত্রোপচার হয়।
২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিক প্রার্থী ছিলেন ম্যাককেইন।
ম্যাককেইনের মেয়ে মেগান সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক টুইটে দুঃখপ্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে ম্যাককেইন শিগগিরই সেরে উঠবেন বলে আশাপ্রকাশ করেছেন।