পপুলার২৪নিউজ ডেস্ক:
হামলার হাত থেকে নিজেদের রক্ষা করতে ইরাকের মসুলে এক লক্ষেরও বেশি মানুষকে জিম্মি করে রেখেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস। শুক্রবার এমনটাই জানিয়েছে জাতিসংঘ।
এ ব্যাপারে ইরাকে জাতিসংঘের রিফিউজি এজেন্সির প্রতিনিধি ব্রুনো গেড্ডো জানান, মসুলের পুরনো শহরে আইএসের হাতে সীমাহীন নির্যাতনের মধ্যে দিয়ে এদের দিন কাটছে। এসময় তিনি আরো জানান, মসুলের বাইরে যুদ্ধাক্রান্ত এলাকা থেকে নাগরিকদের অপহরণ করে মসুলে এনে আটকে রাখা হচ্ছে।
এদিকে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়, আইএস এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে তাদের সঙ্গে এই অপহৃতদের নিয়ে যায়। প্রয়োজনমত এদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়। খাবার, জল, বিদ্যুত্ ছাড়া অসহায় আতঙ্কে দিন কাটাতে বাধ্য হচ্ছে এরা। এখান থেকে কেউ পালাতে চাইলে তার জন্য মৃত্যু অবধারিত।