মসজিদকে সিনেমা হল বানাচ্ছে সৌদি যুবরাজ: আল কায়েদা

পপুলার২৪নিউজ ডেস্ক :

সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচিকে পাপাচার প্রকল্প আখ্যা দিয়ে হুশিয়ারি বার্তা দিয়েছে আল কায়েদা। আরব উপদ্বীপে ইয়েমেন ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, প্রিন্স মোহাম্মদের নতুন যুগে মসজিদকে সিনেমা হল বানানো হচ্ছে।

যুবরাজ সালমানের কার্যক্রমকে পশ্চিমা অযৌক্তিক প্রকল্প বলে নিন্দা জানিয়ে আল কায়েদা বলেছে, এতে দেশটিতে ব্যাপক দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের দরজা খুলে যাবে।-খবর ইন্ডিপেন্ডেন্ট অনলাইনের।

বছরখানেক আগে সৌদি সিংহাসনের উত্তরসূরি হওয়ার পরে দেশটির সমাজে নতুন পরিবর্তনের হওয়া বইয়ে দেন মোহাম্মদ বিন সালমান। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে হাত দেন তিনি।

দেশটিতে প্রেক্ষাগৃহ চালু হয়েছে। গাড়ি চালাতে নারীদের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হচ্ছে। সৌদি যুবরাজ দেশটির ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে উদারপন্থী ইসলামের দিকে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

সমালোচকরা বলেন, নিজের ক্ষমতা সুসংহত করতে সংস্কার কর্মসূচিকে তিনি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।

গত এপ্রিলে জেদ্দায় ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) আয়োজনের পর আল কায়েদা তাদের ক্ষোভ প্রকাশ করে বলেছে, নারী-পুরুষের জমায়েতের সামনে বিদেশি অবিশ্বাসী রেসলাররা তাদের যৌনাঙ্গ প্রদর্শন করেছে। যাদের শরীরের অধিকাংশই ক্রোস চিহ্ন আঁকা ছিল।

আল কায়েদা জানায়, দুর্নীতিগ্রস্তরা এখানেই থামছে না, প্রতি রাতে তারা কনসার্ট, সিনেমা ও সার্কাসের আয়োজন করে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০০ দুস্থের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধকক্সবাজার ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২