পপুলার২৪নিউজ ডেস্ক:
তাঁর পুত্রের বান্ধবী সনিকা সিংহ চৌহানের মৃত্যু ঘিরে তোলপাড় গোটা দেশে। যাঁর গাড়িতে দুর্ঘটনার ফলে সনিকা মারা যান, সেই বিক্রম চট্টোপাধ্যায়ের পক্ষে-বিপক্ষে দুই ভাগ। ময়দানে এবং ময়দানের বাইরে বরাবরই সরব প্রাক্তন ফুটবলার তথা কোচ সুব্রত ভট্টাচার্য কিন্তু এ বিষয়ে কার্যত নীরব। সংযত এবং সতর্ক। সনিকার মৃত্যু প্রসঙ্গে শুক্রবার তিনি শুধু বলেন, যে কোনও মানুষের মৃত্যুই দুঃখের। পরিচিত একজন মারা গিয়েছেন। সেকারণে মনটা আরও খারাপ।
সুব্রত-পুত্র অভিনেতা সাহেবের বান্ধবী ছিলেন সনিকা। আগামী অগস্টে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল বলেই খবর। বৃহস্পতিবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দিতে সনিকার যে বন্ধুরা গিয়েছিলেন, তাঁদের সঙ্গী ছিলেন সাহেব। তবে ভট্টাচার্য পরিবারের ঘনিষ্ঠ মহলের খবর, বান্ধবীর মৃত্যু নিয়ে পরিবারের বাকিদের মুখ খুলতে নিষেধ করেছেন সাহেব। সেকারণে বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলতে চাননি সুব্রতও। কথা বলতে চাননি তদন্ত নিয়েও।
বিক্রমের গাড়ির দুর্ঘটনার পর অনেকেই সেলেবদের একাংশের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সাহেবের পরিবারের এক সদস্যের মন্তব্য, লাইফস্টাইল কার কী, সেটা বিষয় নয়। তার জন্য একজনকে মরে যেতে হবে, তা তো হয় না। সুব্রত অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, কী হবে, কী হবে না, সেটা পরের ব্যাপার। ও সাহেবের বন্ধু ছিল। সেজন্য এ ঘটনা আরও মর্মান্তিক।