মরমী কবি গিয়াসের মরিলে কান্দিসনা আমার দায়রে যাদুধন —

নুর উদ্দিন, সুনামগঞ্জ : মরিলে কান্দিসনা আমার দায়রে যাদুধন মরিলে কান্দিসনা আমার দায় সহ অসংখ্য কালজয়ী গানের রচয়িতা সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মরমী কবি প্রয়াত গিয়াস উদ্দিন আহমদ স্মরণে ” মরমী কবি গিয়াস উৎসব” ৮ ফেরুয়ারী রোজ শনিবার অনুষ্টিত হবে। মরহুম কবি গিয়াস উৎসব উদযাপন কমিটির উদ্যোগে এ উপলক্ষে প্রস্ততি সভা শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট মুরব্বি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক বাসিত আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেটের মরমী কবি গিয়াস উদ্দিন আহমদ স্মৃতি পরিষদে সভাপতি গীতিকার হিংমাশু বিশ্বাস, উৎসব উদযাপন কমিটির আহবায়ক অলিউর রহমান চৌধুরি বকুল, সাধারন সম্পাদক শামীম আহমদ, ঢাকা ব্যাংকের সিলেটের গোয়ালাবাজার শাখার ম্যানেজার ও বাংলাদেশ বেতারের উপস্থাপক আনোয়ার হোসেন রনি, বিটিভি গীতিকার কবি আব্দুল আজিজ চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কাব্য কথা সাহিত্য পরিষদের সভাপতি আনোয়ার হোসেন রনি, শিক্ষক মিজানুর রহমান খান, কবি মতিউর রহমান, মনির উদ্দিন নুরী, ময়না মিয়া, হিজরত আহমদ. লাল মিয়া, জইন উদ্দিন আহার, সদরুল আমিন আমীন সুহান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটির সদস্য জাহাঙ্গির আলম চৌধুরি, এডভোকেট আবুল কালাম আজাদ, সাংবাদিক শামীম আহমদ তালুকদার, ফজল উদ্দিন, হাসান আহমদ, শাহাব উদ্দিন খান, ফাইম আহমদ, কাওসার আহমদ, লায়েক, কামাল উদ্দিন, ছায়েদ মিয়া, আক্তার হোসেন, কবির আহমদ, নেপুর চন্দ্র দাস প্রমুখ।
সভা শেষে মরমী করি গিয়াস উৎসব পালনের লক্ষে উপদেষ্টা, বাস্তবায়ন, সাধারন, অর্থ কমিটি, প্রচার-প্রকাশনা, শৃংখলা, বহি বাংলাদেশ কমিটি, ত্রুয়োগ্রাফি নিবাচন কমিটি, গান-শিল্পী নিবাচন কমিটি, পুথিঁ পাঠ নিবাচন কমিটি, মঞ্চ-সাজসজ্জা কমিটি, দামাইল – জারিগান নিবাচন কমিটি ও আপ্যায়ন কমিটি গঠন করা হয়েছে। এসব গঠিত কমিটির মাধ্যমে আগামী ৮ফেরুয়ারী রোজ শনিবার উপজেলার গোবিন্দগঞ্জ প্রাচীনতম বাজারের সামনে বালু মাঠে মরমী কবি গিয়াস উদ্দিন আহমদের লোক উৎসব অনুষ্টিত হবে।

পূর্ববর্তী নিবন্ধটাইমস স্কয়ারে বরুণ-শ্রদ্ধার ছবির পোস্টার
পরবর্তী নিবন্ধতাহিরপুরে নির্মিত হচ্ছে ছিন্নমূল ৪০ পরিবারের আবাসন