মরগ্যানের ‘অদ্ভুত’ সেরা একাদশ

পপুলার২৪নিউজ ডেস্ক:
সর্বকালের সেরা একাদশে নেই ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, স্যার ডন ব্র্যাডম্যান, শেন ওয়ার্নদের মতো ক্রিকেট কিংবদন্তিরা। এমনই এক অদ্ভুত সেরা একাদশ সাজিয়েছেন ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগ্যান।

আইরিশ বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার মরগ্যানের সর্বকালের সেরা একাদশে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রয়েছেন দক্ষিণ আফ্রিকার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের দু’জন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলংকা থেকে রয়েছেন একজন করে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের কোনো খেলোয়াড় নেই।

মরগ্যানের সেরা একাদশে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক। উইকেটকিপার ভারতের এমএস ধোনি। একাদশে সাত ব্যাটসম্যানের পাশাপাশি রয়েছেন চার বোলার। ওপেনার হিসেবে মরগ্যান বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও কুককে।

মরগ্যানের সেরা একাদশ
অ্যালিস্টার কুক (অধিনায়ক), জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, ব্রায়ান লারা, এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, এমএস ধোনি, অনিল কুম্বলে, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, মিচেল জনসন। ওয়েবসাইট।

পূর্ববর্তী নিবন্ধমেসির ৪০০তম জয়
পরবর্তী নিবন্ধফের প্রেসিডেন্ট পদে লড়বেন হিলারি!