মমতার পন্থা বাংলাকে ধ্বংস করে দিয়েছে : মোদি

পপুলার২৪নিউজ ডেস্ক:

মমতা বন্দোপাধ্যায়ের সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রের পিএম-কিষাণ প্রকল্পের অর্থ সহায়তা থেকে পশ্চিমবঙ্গের ৭০ লাখ কৃষককে বঞ্চিত করছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর এনডিটিভির।

মোদি বলেন, মমতা বন্দোপাধ্যায়ের পন্থা বাংলাকে ধ্বংস করে দিয়েছে। পিএম-কিষাণের (প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি) আওতায় কৃষকদের বছরে ৬ হাজার রুপি প্রদান নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মোদি।

মোদি বলেন, ‘আপনি যদি মমতা জি’র ১৫ বছর বয়সী বক্তৃতা শোনেন, তাহলে বুঝবেন তার পন্থা বাংলাকে কতটা ধ্বংস করেছে। জনগণ এই স্বার্থপর রাজনীতি কাছে থেকে দেখছে। পশ্চিমবঙ্গের যেসব দল কৃষকদের উন্নয়নের পক্ষে কথা বলছে না তারাই দিল্লিতে কৃষক আন্দোলনের নামে নাগরিকদের হেনস্তা করছে।’

মোদি অভিযোগ করেন, বাংলায় কৃষি আইনের বিরুদ্ধে কেন বিতর্ক উঠছে যেখানে রাজ্য সরকারের দ্বারা পিএম-কিষাণ বাস্তবায়ন না করার বিরুদ্ধে কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। মোদি আরও বলেন, পিএম-কিষাণ স্কিমে পশ্চিমবঙ্গের ২৩ লাখ কৃষক অনলাইনে আবেদন করেছেন। কিন্তু রাজ্য সরকার ভেরিফিকেশন প্রক্রিয়া বন্ধ করে রেখেছে।

‘পিএম-কিষাণ থেকে পুরো দেশ উপকৃত হচ্ছে শুধু একটি রাজ্য বাদে, তা হল পশ্চিমবঙ্গ। তারা এটা বাস্তবায়ন করেনি। এর ফলে সেখানখার ৭০ লাখ কৃষক এই সহায়তা নিতে পারছে না। রাজনীতির কারণে এই অর্থ তাদের কাছে পৌঁছাতে পারছে না।’

উল্লেখ্য, ভারতে কৃষি আইন বাতিলের বিরুদ্ধে চলমান কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। মোদি সম্পর্কে তিনি বলেন, সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করার পরিবর্তে প্রধানমন্ত্রী ‘টেলিভিশনের মাধ্যমে কৃষকদের প্রতি তার উদ্বেগ প্রদর্শন করছেন।’

পূর্ববর্তী নিবন্ধকরোনায় আরও ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৩
পরবর্তী নিবন্ধমিজোরামে পার্বত্যাঞ্চলের সন্ত্রাসীদের আস্তানা নিয়ে বিজিবির উদ্বেগ