মমতাকে তিস্তায় রাজি করাতে দিল্লি সচেষ্ট রয়েছে: মোদি

পপুলার২৪নিউজ ডেস্ক :

বাংলাদেশের বহুল প্রত্যাশিত তিস্তার পানি বণ্টন চুক্তিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজি করাতে নয়া দিল্লি সচেষ্ট রয়েছে বলে রাষ্ট্রপতি আবদুল হামিদকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার নয়া দিল্লিতে রাষ্ট্রপতির ভবনে এক বৈঠকে এ কথা জানান মোদি। বিশ্বের ১২১ দেশের সৌরবিদ্যুৎ সহযোগিতাবিষয়ক জোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্স’ এর ফাঁকে বাংলাদেশের প্রেসিডেন্ট ও ভারত সরকারপ্রধান বৈঠকটি করেন।

দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে (আরবিসিসি) ওই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলংকা, ফ্রান্সসহ ২৩ দেশের রাষ্ট্রপ্রধান/সরকারপ্রধান এবং ৯ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাজনৈতিক কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে না : আইজিপি
পরবর্তী নিবন্ধডিএমপির ৪ ডিসিকে বদলি