মনোনয়নপত্র দাখিলের সময় বাড়তে পারে ৩ দিন 

নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিলে মনোনয়নপত্র দাখিলসহ প্রতিটি ধাপে সময় তিনদিন করে বাড়ানো হতে পারে। তবে ভোট ৭ জানুয়ারিই অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফশিল অনুযায়ি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর থাকলেও সেটি ৩ ডিসেম্বর পর্যন্ত সুযোগ থাকতে পারে।

এদিকে মনোনয়ন বাছাইয়ের তারিখ ১-৪ডিসেম্বর থাকলেও সেটি ৭ ডিসেম্বর যেতে পারে। আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর থাকলেও ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হতে পারে।

প্রতিটি ধাপ তিন দিন করে পেছালেও ৭ জানুয়ারিতেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআপাতত চিনির দাম কমানোর কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমিরপুরে বিআরটিসি বাসে আগুন