পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার হাজিরহাট বাজারে দেড় ঘণ্টাব্যাপি এই সংঘর্ষ হয়।
রাস্তা থেকে ফলের দোকান সরানো ও ব্যবসায়ীদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূচনা হয়।
দফায় দফায় ওই সংঘর্ষে এক সাংবাদিক, ওসিসহ ৬ পুলিশ সদস্য ও অর্ধশতাধিক ব্যবসায়ী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরহাট বাজারের ফলের ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ ও মারধর করেন পুলিশের ওসি শাহীন খান।
পরে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক দোকানপাট বন্ধ রেখে পুলিশের বিরুদ্ধে মিছিল বের করে।
একপর্যায়ে পুলিশ ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ীদের উপর কয়েক রাউন্ড শর্টগানের গুলি করলে ব্যবসায়ীরা ইট-পাটকেল নিক্ষেপ করে।
এতে পুলিশের গুলিতে ভোরের পাতার সাংবাদিকসহ অর্ধশতাধিক ব্যবসায়ী আহত হয় এবং ব্যবসায়ীদের ইট-পাটকেলে ৬ পুলিশ আহত হয়।
সোয়া ১১ টায় স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশের শর্টগানের গুলিতে আহত দৈনিক ভোরের পাতার স্থানীয় প্রতিনিধির নাম নজরুল ইসলাম মামুন।
আহত পুলিশ সদস্যরা হলেন, ওসি শাহীন খান, এএসআই প্রদীপ, পুলিশ সদস্য জুনায়েদ, আরিফ, জসিম, আবদুল হালিম, নাইম।
আহত ব্যবসায়ীদের মধ্যে সোয়েব, মোঃ ইব্রাহীম, আবু তাহের, শরিফ, নুরুউদ্দিন, তরিকুল ইসলাম, আরিফ, হারুন, কবির, নাহিদ, হারুন, রাকিব, হোসেন, লিটন ফরাজী, মোসলেহ উদ্দিন, জামাল নুরুউদ্দিন, নুর ইসলাম, কুটি মাঝি, আবদুর রহমানের নাম পাওয়া গেছে।
বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মোঃ মহিউদ্দিন যুগান্তরকে জানান, বিনা নোটিশে পুলিশ তিন ব্যবসায়ীর ফলের দোকান উচ্ছেদ করার সময় মারধরের ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মিছিল করে। পরে পুলিশ বিনা উসকানিতে ব্যবসায়ীদের উপর বেশ কয়েক রাউন্ড গুলি করে। এতে অর্ধশতাধিক ব্যবসায়ী আহত হয়।
মনপুরা থানার ওসি শাহীন খান দাবি করেন, রাস্তার উপর ফলের দোকান উঠাতে যাই। পরে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শর্টগানের গুলি করা হয়।
ব্যবসায়ীদের ইটপাটকেল নিক্ষেপে পুলিশের ওসিসহ ৬ সদস্য আহত হয়। তাদের মনপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।