মধ্যরাতে র‍্যাবের অভিযানে আরসার ৪ সন্ত্রাসী আটক

জেলা প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চারজন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব। এরমধ‍্যে দুইজন পুরুষ ও দুইজন নারীসহ দুইটি শিশু রয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাতে দিকে ভবনটির ১০ তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ভবনের অন‍্য বাসিন্দারা।

এই বিষয়ে অভিযানে নেতৃত্বে থাকা র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের এড়িয়ে যান। অভিযানকারী দলটি আটক হওয়া ব্যক্তিদের গাড়িতে তুলে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এর আগে রাত পৌনে ২টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র‍্যাব। অভিযানিক দলটির বেশির ভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কী কী জব্দ করা হয়েছে তা স্পষ্ট করে জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধকমিশনার একরামুলের স্ত্রীর হুমকিতে যা বললেন রাফী
পরবর্তী নিবন্ধট্রেনে ঈদযাত্রা: ২৭ মার্চের টিকিট বিক্রি শুরু