পপুলার২৪নিউজ ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা হলের প্রধান আবাসিক শিক্ষকের অপসারণের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ।
মঙ্গলবার দিবাগত রাতে বিক্ষুদ্ধ ছাত্রীরা উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন। উপাচার্য এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা হলে ফিরে যান।
হল সূত্র জানায়, হলের প্রধান আবাসিক শিক্ষক লোপা আহমেদ ছাত্রীদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেন। সেই সঙ্গে আবাসিক ছাত্রীদের নিয়ে বাজে মন্তব্য করেন। এ নিয়ে ছাত্রীদের বিক্ষোভের মুখে গত বিশ্ববিদ্যালয় প্রশাসন বছর তাকে দায়িত্ব থেকে দূরে থাকতে বলে।
এদিকে গত ১৭ মার্চ পুনরায় ওই শিক্ষক হলে দায়িত্ব পালন করতে গেলে আবাসিক শিক্ষার্থীরা বিষয়টি হল প্রাধ্যক্ষ অধ্যাপক মুবিনা খন্দকারকে অবগত করেন। তারপরও ওই শিক্ষক দায়িত্ব পালন থেকে বিরত না থাকায় মঙ্গলবার রাতে হলে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা। একপর্যায়ে হলের গেট খুলে মিছিল নিয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের বাস ভবনের সামনে অবস্থান নেন তারা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্রীরা হাউজ টিউটরের অপসারণ নিয়ে অভিযোগ দিয়ে গেছে। আমরা বিষয়টি দেখবো।