পপুলার২৪নিউজ ডেস্ক:
হলিউডের সেই বিখ্যাত পারফিউম সিনেমার কথা মনে আছে কি? এক খুনির গল্প? সুগন্ধি তৈরিতে এক বালকের অবিশ্বাস্য প্রচেষ্টা আর মরিয়া হয়ে ওঠার গল্প? যে একের পর সুন্দরীদের হত্যা করে তাদের গায়ের গন্ধ থেকে তৈরি করল বিস্ময়কর এক সুগন্ধি!
সেই সুগন্ধি ব্যবসায়ই এবার অন্য এক নজির গড়লেন বাংলাদেশের মাহতাবুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে তিনি গড়ে তুলেছেন হাজার কোটি টাকার এক সুগন্ধি ব্যবসায় সাম্রাজ্য। তার এই সুগন্ধি ব্যবসায় সাম্রাজ্য পরিচালনা করে যে কম্পানি তার নাম ‘আল হারামাইন পারফিউমস’। কম্পানিটি ইতিমধ্যেই বিশ্বসেরা সুগন্ধি ব্র্যান্ডগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। এই কম্পানির সুগন্ধি এখন রপ্তানি হচ্ছে বিশ্বের ৬২টি দেশে। বিভিন্ন দেশে যার শোরুম রয়েছে ৮০টিরও বেশি।
বাংলাদেশি মালিকানাধীন এই পারফিউম বিক্রি করছে লন্ডনের বিশ্বখ্যাত বিপণিবিতান এরোকসল।
১৯৭০ এর দশকে তিনি সৌদি আরবের পবিত্র মক্কা নগরী থেকে সুগন্ধির ব্যবসা শুরু করেন। ১৯৭৫ সালে প্রথম বাবার সঙ্গে সৌদি আরবে যান তিনি; উচ্চমাধ্যমিক পাস করে বিএ পরীক্ষা দেওয়ার পর।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মাহতাবুর রহমানকে। খুবই অল্প সময়ে সুগন্ধির ব্যবসায় দক্ষতা অর্জন করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) তিনি প্রথম শোরুম খোলেন ১৯৮১ সালে।