বাল্যকালের প্রেমিকার সঙ্গে রাজকীয় আয়োজনে বিয়ে হলো আর্জেন্টিনার ফুটবল রাজপুত্রের। দীর্ঘদিনের প্রেম রূপ নিল পরিণয়ে। বিয়ের পর হানিমুনে যাওয়া হবে না সেটা কি হয়? দুই সন্তানের জনক-জননী মেসি-রোকুজ্জো ইবিজায় গিয়ে হানিমুনটাও সেরে ফেললেন। এবার ঘরে ফেরার পালা।
বিয়েকে উপলক্ষ করেই বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে এলএমটেন। স্ত্রী-সন্তান নিয়ে হানিমুনে কাটিয়ে দিলেন দিন পাঁচেক। ফুটবল জাদুকরকে চমকে দিয়ে তার বার্সেলোনার সতীর্থ উরুগুয়ের সুপারস্টার লুই সুয়ারেসও শেষ কয়েকদিন সপরিবারে গিয়েছিলেন ইবিজায়। তাই বেশ জমিয়েই হানিমুন কেটেছে বার্সা সুপারস্টারের।
কিন্তু এদিকে বিয়ের রেশ কাটিয়ে এলএমটেনকে মাঠে দেখার অপেক্ষায় তার ভক্তকুল। মেসি নিজেও হয়তো তাই ভাবছেন। জানা গেছে, আগামী শুক্রবার থেকেই বার্সেলোনায় প্রাক-মৌসুম অনুশীলন শুরু হতে যাচ্ছে। নতুন কোচ আর্নেস্টো ভালভার্দের অধীনেই শুরু হবে মেসিদের নতুন পথ চলা। এরপরই আমেরিকায় ট্রেনিং করতে উড়ে যাবে মেসিরা। সেখানেই রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে প্রীতি ম্যাচে দেখা হবে।