মদিনায় মডেলদের ফটোশুটে নিষেধাজ্ঞা

পপুলার২৪নিউজ ডেস্ক:অদূরে পবিত্র মদিনার ঐতিহ্য অনুচ্চ পার্বত্য অঞ্চল। কাছেই বিস্তীর্ণ বালু রাশিতে আঁটোসাঁটো পোশাকে ছবির জন্য পোজ দিচ্ছেন ব্রিটিশ মডেল কেট মস।

করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার আগে বিশ্বখ্যাত মডেলরা নিয়মিত ফটোশুট করছেন। কিন্তু ৮ জুলাই ‘ভোগ-আরাবিয়া’ নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ম্যাগাজিনে প্রকাশিত কেট মসের এ প্রচ্ছদ ছবি নিয়ে শুরু হয় সমালোচনা।

মুসলমানদের পবিত্র নগরীতে এমন খোলামেলা রীতিমতো ক্ষোভের সৃষ্টি করে গোটা আরব ভূখণ্ডে। ফলে রোববার একটি নতুন আইন জারি করা হয়েছে।

যাতে বলা হয়েছে, সৌদিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মডেলিং বন্ধ থাকবে। ফটোশুটের স্থান বলে বেশি জনপ্রিয় আল উলা শহরটি মদিনার ৩০০ কিলোমিটারের মধ্যেই আরব নিউজ

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুর থেকে আগাম জামিন চেয়েছেন সিকদার গ্রুপের দুই ভাই