ব্রাজিলের এক টিভি টকশোতে এমন ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য বিষয়ক ওই অনুষ্ঠানে উপস্থাপক সানক্রিম ব্যবহারের গুরুত্ব বুঝাতে ওই নারী মডেলের গায়ে তা মাখেন। এক পর্যায়ে মডেলের পশ্চাদদেশে চাপ দেন উপস্থাপক। এতে ক্ষিপ্ত হয়ে তাকে থাপ্পড় দেন এবং পানির বোতল ছুঁড়ে মারেন। এক পর্যায়ে রেগেমেগে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান মডেল।
আলোচিত ওই মডেল হলেন ব্রাজিলের সুঠামদেহী লাস্যময়ী রাইসা টেইক্সিরো মেলো। অ্যাথলেটিক দেহবল্লরীর জন্য তিনি সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়।
এ সময় উপস্থাপক তার পেট ও পায়ে মালিশ করার সময় তাকে সতর্ক করেন রাইসা।
এক পর্যায়ে রাইসার পশ্চাদদেশ স্পর্শ করলে উপস্থাপকের হাত ধরে ফেলে তিনি বলেন, ‘না, এটি আমার পশ্চাদদেশ’।
এ সময়ও মুখে হাসি ধরে রেখে অনুষ্ঠান চালিয়ে যান মডেল। কিন্তু উপস্থাপক তার ফের স্পর্শকাতর জায়গায় হাত দিলে মডেল ক্ষিপ্ত হন।
‘অসভ্য’ সম্বোধন করে উপস্থাপকের গালে কষে থাপ্পড় বসিয়ে দেন।
তবে সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রামে এই ঘটনার কথা উল্লেখ করেননি মডেল রাইসা।