মঞ্চে আসছে ‘আইনস্টাইন’

পপুলার২৪নিউজ ডেস্ক :

আলোক তড়িৎ ক্রিয়া, আপেক্ষিক তত্ত্বের স্রষ্টা আলবার্ট আইনস্টাইন। যিনি ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারও লাভ করেন। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানকে তার পুরস্কার লাভের কারণ হিসেবে উল্লেখ করা হয় ।
২য় বিশ্বযুদ্ধে তার আবিষ্কৃত সূত্রের ব্যবহারিক প্রয়োগ ঘটে পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে। এতে কি তার সায় ছিল? বরং মৃত্যু পূর্ব পর্যন্ত আত্মপীড়নে কাটিয়েছেন তিনি।
হিটলার তাকে কমিউনিস্ট আখ্যা দিয়ে দেশ ছাড়া করেছিল। আইনস্টাইনের মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, ফ্রয়েড, বার্টান্ড রাসেল, রুজভেল্টসহ আরও অনেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। জানা গেছে একটি বিবাদহীন, যুদ্ধহীন, অখণ্ডিত বিশ্বই ছিল যার কাম্য।
নাটকের মঞ্চে সেই আইনস্টাইনকে নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম নাটকের দল অকাল প্রয়াত এস এম সোলায়মানের গড়া- থিয়েটার আর্ট ইউনিট।
সম্প্রতি দলীয় সিদ্ধান্তে তাদের ৩৫তম প্রযোজনা হিসেবে ‘আইনস্টাইন’ পাণ্ডুলিপিটি নির্বাচন করা হয়। এটি রচনা করেছেন মোকাদ্দেম মোরশেদ।
শিগগিরই প্রযোজনার কাজটি শুরু হবে বলে জানিয়েছেন দলের প্রধান রোকেয়া রফিক বেবী।

 

পূর্ববর্তী নিবন্ধফেসবুকের ভাইরাল গান বদলে দিলো ভবঘুরে রানুর জীবন
পরবর্তী নিবন্ধওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন খুলনার মিরাজ