মঈন উদ্দিন খান বাদলের মরদেহ ঢাকায়

পপুলার২৪নিউজ ডেস্ক:

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মরদেহ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে মরদেহ নিতে এসে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হারালো। এই ক্ষতি পুষিয়ে নিতে অসাম্প্রদায়িক দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় রাশেদ খান মেনন বলেন, রাজনীতির মাঠ এবং সংসদে তার বলিষ্ঠ ভূমিকা ছিলো। আকস্মিক মৃত্যু দেশ এবং সংসদের ক্ষতি হলো।

মঈন উদ্দিন খান বাদলের সাহসী কন্ঠস্বর সামনে এগিয়ে নিতে হবে বলে জানান জাসদ নেত্রী শিরিন আক্তার।

বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া জানান, মরদেহ রাতে বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

আগামীকাল সকাল ১০ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার টানেলে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর সেখানে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে এম্বুলেন্সে করে মরদেহ নেয়া হবে চট্টগ্রামে। সেখানে বিকাল তিনটায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ্ জামে মসজিদ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে লাশ নেয়া হবে বোয়ালখালী। বাদ আছর বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে তৃতীয় এবং বাদ মাগরিব সারোয়াতলী ইব্রাহীম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে এই বীর মুক্তিযোদ্ধাকে।

পূর্ববর্তী নিবন্ধশনিবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘বুলবুল’; ৫-৭ ফুট জলোচ্ছ্বাসের আশংকা
পরবর্তী নিবন্ধসারা দেশে নৌযান চলাচল বন্ধ