ভয়ঙ্কর রূপ নিয়েছে ফ্রান্সের বন্যা, উদ্ধার ১৬০০

পপুলার২৪নিউজ ডেস্ক:
ভয়ঙ্কর রূপ নিয়েছে ফ্রান্সের বন্যা, উদ্ধার ১৬০০

এদিকে, তাবুতে গ্রীষ্মকালীন অবকাশযাপনকারী শিশুদের দেখভালকারী ৭০ বছরের এক জার্মান নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেইন্ট জুলিয়েন ডি পিরলাসের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ১১৯ শিশুকে সরিয়ে আনা হয়েছে। নিখোঁজ ওই জার্মান এই ক্যাম্পটির তত্বাবধায়ক ছিলেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গারদ ও পার্শ্ববর্তী আরদেচেহ এবং দ্রোম অঞ্চল থেকে পূর্ব সতর্কতা হিসেবে ১ হাজার ৬০০ জনকে সরিয়ে আনা হয়েছে। এদের অধিকাংশই তাবুতে গ্রীষ্মকালীন অবকাশযাপনকারী।

সূত্র: বিবিসি

পূর্ববর্তী নিবন্ধসংশোধিত আইনে নিরাপদ সড়ক অর্জিত হবে না : বিএনপি
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালিয়েছে আওয়ামী লীগ: ফখরুল