ভ্যাকসিন নেওয়ার পরও স্বাস্থ্যবিধি মানতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনার ভ্যাকসিন নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেছেন, টিকা আসার আগে অনেক সমালোচনা, অনেক ব্যঙ্গ হয়েছে।  এসবের উত্তর টিকা আসার পর টিকা নিজেই দিয়েছে।  টিকা নেওয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলেতে হবে।

মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনা ও একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন।  ১২ কার্যদিবসের এই অধিবেশন আজ শেষ হয়েছে।  শেষ দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

কোভিড সংক্রমণ মোকাবেলায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসী বাংলাদেশের প্রশংসা করেছে।  শুধু দেশের ভেতরে প্রশংসা নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপির জন্মগত স্বভাব গুজব রটানো।  তারা সেটা করুক, সরকার কাজ করে যাবে।  কথা বলুক, কথা পেটে থাকলে পেট গুড়গুড় করবে।

পূর্ববর্তী নিবন্ধ৫৭ শতাংশ বিদ্যুৎ ব্যবহার হয় আবাসিকে: প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশ-বিদেশে নানা অপপ্রচার চলছে : প্রধানমন্ত্রী